Hanuman Chalisa PDF

[PDF] হনুমান্ চালীসা Hanuman Chalisa in Bengali

Chanting Hanuman Chalisa is a very beautiful task you can do. It gives positive energy, remove all obstacle, fears, anxiety and depression from life.

Hanuman Chalisa is available in different languages so that one who can’t understand other language than their mother language can also take benefits by chanting on their local languages.

Bengali language is one of that. If you can understand Sankrit, Hindi or English you can chant Hanuman Chalisa in Bengali.

Here I have shared Hanuman Chalisa in Bengali PDF. Just download and start chanting.

PDF INFO


PDF NameHanuman Chalisa Bengali PDF
PDF Size182KB
Pages10
Total Download5680 [Update]
Download LinkAvailable ✅

Download


Click the links given below to download PDF.



[Mail us at robbombb@gmail.com if PDF link is not working or redirecting to other file]

Tag: Bengali Hanuma Chalisa PDF, Bajrang bali chalisa pdf, Bengali Chalisa pdf

হনুমান্ চালীসা


দোহা


শ্রী গুরু চরণ সরোজ রজ নিজমন মুকুর সুধারি ।
বরণৌ রঘুবর বিমলযশ জো দাযক ফলচারি ॥
বুদ্ধিহীন তনুজানিকৈ সুমিরৌ পবন কুমার ।
বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার ॥

ধ্যানম্


গোষ্পদীকৃত বারাশিং মশকীকৃত রাক্ষসম্ ।
রামাযণ মহামালা রত্নং বংদে-(অ)নিলাত্মজম্ ॥
যত্র যত্র রঘুনাথ কীর্তনং তত্র তত্র কৃতমস্তকাংজলিম্ ।
ভাষ্পবারি পরিপূর্ণ লোচনং মারুতিং নমত রাক্ষসাংতকম্ ॥

চৌপাঈ


জয হনুমান জ্ঞান গুণ সাগর ।
জয কপীশ তিহু লোক উজাগর ॥ 1 ॥

রামদূত অতুলিত বলধামা ।
অংজনি পুত্র পবনসুত নামা ॥ 2 ॥

মহাবীর বিক্রম বজরংগী ।
কুমতি নিবার সুমতি কে সংগী ॥3 ॥

কংচন বরণ বিরাজ সুবেশা ।
কানন কুংডল কুংচিত কেশা ॥ 4 ॥

হাথবজ্র ঔ ধ্বজা বিরাজৈ ।
কাংথে মূংজ জনেবূ সাজৈ ॥ 5॥

শংকর সুবন কেসরী নংদন ।
তেজ প্রতাপ মহাজগ বংদন ॥ 6 ॥

বিদ্যাবান গুণী অতি চাতুর ।
রাম কাজ করিবে কো আতুর ॥ 7 ॥

প্রভু চরিত্র সুনিবে কো রসিযা ।
রামলখন সীতা মন বসিযা ॥ 8॥

সূক্ষ্ম রূপধরি সিযহি দিখাবা ।
বিকট রূপধরি লংক জলাবা ॥ 9 ॥

ভীম রূপধরি অসুর সংহারে ।
রামচংদ্র কে কাজ সংবারে ॥ 10 ॥

লায সংজীবন লখন জিযাযে ।
শ্রী রঘুবীর হরষি উরলাযে ॥ 11 ॥

রঘুপতি কীন্হী বহুত বডাযী ।
তুম মম প্রিয ভরত সম ভাযী ॥ 12 ॥

সহস্র বদন তুম্হরো যশগাবৈ ।
অস কহি শ্রীপতি কংঠ লগাবৈ ॥ 13 ॥

সনকাদিক ব্রহ্মাদি মুনীশা ।
নারদ শারদ সহিত অহীশা ॥ 14 ॥

যম কুবের দিগপাল জহাং তে ।
কবি কোবিদ কহি সকে কহাং তে ॥ 15 ॥

তুম উপকার সুগ্রীবহি কীন্হা ।
রাম মিলায রাজপদ দীন্হা ॥ 16 ॥

তুম্হরো মংত্র বিভীষণ মানা ।
লংকেশ্বর ভযে সব জগ জানা ॥ 17 ॥

যুগ সহস্র যোজন পর ভানূ ।
লীল্যো তাহি মধুর ফল জানূ ॥ 18 ॥

প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহী ।
জলধি লাংঘি গযে অচরজ নাহী ॥ 19 ॥

দুর্গম কাজ জগত কে জেতে ।
সুগম অনুগ্রহ তুম্হরে তেতে ॥ 20 ॥

রাম দুআরে তুম রখবারে ।
হোত ন আজ্ঞা বিনু পৈসারে ॥ 21 ॥

সব সুখ লহৈ তুম্হারী শরণা ।
তুম রক্ষক কাহূ কো ডর না ॥ 22 ॥

আপন তেজ সম্হারো আপৈ ।
তীনোং লোক হাংক তে কাংপৈ ॥ 23 ॥

ভূত পিশাচ নিকট নহি আবৈ ।
মহবীর জব নাম সুনাবৈ ॥ 24 ॥

নাসৈ রোগ হরৈ সব পীরা ।
জপত নিরংতর হনুমত বীরা ॥ 25 ॥

সংকট সে হনুমান ছুডাবৈ ।
মন ক্রম বচন ধ্যান জো লাবৈ ॥ 26 ॥

সব পর রাম তপস্বী রাজা ।
তিনকে কাজ সকল তুম সাজা ॥ 27 ॥

ঔর মনোরধ জো কোযি লাবৈ ।
তাসু অমিত জীবন ফল পাবৈ ॥ 28 ॥

চারো যুগ প্রতাপ তুম্হারা ।
হৈ প্রসিদ্ধ জগত উজিযারা ॥ 29 ॥

সাধু সংত কে তুম রখবারে ।
অসুর নিকংদন রাম দুলারে ॥ 30 ॥

অষ্ঠসিদ্ধি নব নিধি কে দাতা ।
অস বর দীন্হ জানকী মাতা ॥ 31 ॥

রাম রসাযন তুম্হারে পাসা ।
সদা রহো রঘুপতি কে দাসা ॥ 32 ॥

তুম্হরে ভজন রামকো পাবৈ ।
জন্ম জন্ম কে দুখ বিসরাবৈ ॥ 33 ॥

অংত কাল রঘুপতি পুরজাযী ।
জহাং জন্ম হরিভক্ত কহাযী ॥ 34 ॥

ঔর দেবতা চিত্ত ন ধরযী ।
হনুমত সেযি সর্ব সুখ করযী ॥ 35 ॥

সংকট ক(হ)টৈ মিটৈ সব পীরা ।
জো সুমিরৈ হনুমত বল বীরা ॥ 36 ॥

জৈ জৈ জৈ হনুমান গোসাযী ।
কৃপা করহু গুরুদেব কী নাযী ॥ 37 ॥

জো শত বার পাঠ কর কোযী ।
ছূটহি বংদি মহা সুখ হোযী ॥ 38 ॥

জো যহ পডৈ হনুমান চালীসা ।
হোয সিদ্ধি সাখী গৌরীশা ॥ 39 ॥

তুলসীদাস সদা হরি চেরা ।
কীজৈ নাথ হৃদয মহ ডেরা ॥ 40 ॥

Hanuman Chalisa in Bengali PDF


To Save this Page as PDF Click on the button given below

দোহা


পবন তনয সংকট হরণ – মংগল মূরতি রূপ্ ।
রাম লখন সীতা সহিত – হৃদয বসহু সুরভূপ্ ॥
সিযাবর রামচংদ্রকী জয । পবনসুত হনুমানকী জয । বোলো ভাযী সব সংতনকী জয ।

হনুমান চালিসা সম্পর্কে আরও


হনুমান চালিসা হল একটি হিন্দু ভক্তিমূলক গান (স্তোত্র) যা হনুমানের প্রশংসা করে। এটি আওয়াধি ভাষায় তুলসীদাস লিখেছিলেন এবং এটি তাঁর সবচেয়ে বিখ্যাত পাঠ্য। সংস্কৃত, কন্নড়, মারাঠি, তেলেগু, তামিল, গুজরাটি, বাংলা এবং তেলেগু ভাষাও হনুমান চালিসার অনুবাদ হিসেবে পাওয়া যায়। “চালিসা” শব্দটি “চালিস” থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ হিন্দিতে চল্লিশটি, কারণ হনুমান চালিসায় ৪০টি শ্লোক রয়েছে।

শ্রী হনুমান চালিসার উপকারিতা ও উপকারিতা


  • যুবকদের অবশ্যই শ্রী হনুমান চালিসা পাঠ করতে হবে। তরুণরা চাকরি করে নিজেদের ব্যবসা চালায়। কেউ একজন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
  • শ্রী হনুমান জি শক্তি, প্রজ্ঞা এবং জ্ঞান দেন। শ্রী হনুমান চালিসা পাঠ করে মনকে কাজে নিযুক্ত রাখে। কাজ যত কঠিনই হোক না কেন, মন আতঙ্কিত হয় না। আত্মা উচ্চ হলে একটি কাজ কতটা কঠিন মনে হয় তা কোন ব্যাপার না।
  • এভাবে শ্রী হনুমান চালিসা পাঠ করে চাকরিপ্রার্থীরা খুব দ্রুত পদোন্নতি পান। একজন ব্যবসার মালিক তার ব্যবসা থেকে মুনাফা করে। তিনি তার ব্যবসায় নতুন উচ্চতায় পৌঁছেছেন। যারা প্রতিযোগিতা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এতে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • হনুমান চালিসা বৌদ্ধিক বিকাশের প্রচার করে। হনুমান চালিসা পাঠ শুধু শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটায় না, এটি সবার মানসিক বিকাশের দিকেও নিয়ে যায়।
  • এটি মনকে শান্ত করে, একাগ্রতা বাড়ায়, স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে এবং মনের অশান্তি শান্ত করে। মন শান্ত থাকলে চিন্তাভাবনা এবং বোঝাও সম্ভব। বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য শান্ত মন অপরিহার্য।
  • মন শান্ত হলে ইতিবাচক চিন্তার জন্ম হয়। শ্রী হনুমান চালিসা পাঠ করলে মন শান্ত থাকে। উপরে উঠতে হলে একজন মানুষকে ইতিবাচক চিন্তা করতে হবে। ইতিবাচক চিন্তা অগ্রগতি ও উন্নয়নের পথ প্রশস্ত করে।

    More